Thursday, 25 May 2017

আমি যদি আরব হতাম মদিনারই পথ


আমি যদি আরব হতাম মদিনারই পথ।
এই পথে মোর চলে যেতেন নূর নবী হজরত।

পয়জা তাঁর লাগত এসে আমার কঠিন বুকে
আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে
সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ-ই-তুরে
দিবানিশি করতাম তার কদম জিয়ারত।।

মা ফাতেমা খেলত এসে আমার ধূলি লয়ে
আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে

হাসান হোসেন হেসে হেসে
নাচত আমার বক্ষে এসে।
চক্ষে আমার বইত নদী পেয়ে সে নিয়ামত।।https://m.facebook.com/story.php?story_fbid=453109408356847&id=100009733742048
https://www.google.co.uk/amp/s/banglasonglyrics.com/2081/%25E0%25A6%2586%25E0%25A6%25AE%25E0%25A6%25BF-%25E0%25A6%25AF%25E0%25A6%25A6%25E0%25A6%25BF-%25E0%25A6%2586%25E0%25A6%25B0%25E0%25A6%25AC-%25E0%25A6%25B9%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%25AE-%25E0%25A6%25AE%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%2587-%25E0%25A6%25AA/amp/

No comments:

Post a Comment