পলাশীর অম্রকাননের কৃষকদের চেয়ে
কি বর্তমান বাংলাদেশের জনগণ বেশি
অপদার্থ ???
সূফি বরষণ
১৭৫৭ সালের ২৩ জুন যখন নবারের
সৈন্য বাহিনীর সাথে ইংরেজদের যুদ্ধ
চলছিলো, তখন জমিতে কাজে রত
কৃষকরা সেই দৃশ্য দেখছি আর বলছিলো
রাজায় রাজায় যুদ্ধ হয় তাতে আমাদের
কি॥ রাজার পরিবর্তন হয় কিন্তু আমাদের
উপরে খাজনা অত্যাচার নির্যাতনের
ধরনের কোনো পরিবর্তন হয় না ॥
এবং যখন মুর্শিদাবাদে সিংহাসন লর্ড
ক্লাইব মাত্র সাড়ে তিন হাজার সৈন্য নিয়ে
রাজপ্রসাদে প্রবেশ করে তখন রাস্তার
দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার বাঙালী
সে দৃশ্য অবলোকন করে॥
তখনও তারা বুঝতে পারেনি তাদের
কপালে দুশত বছরের গোলামী অপেক্ষা
করছে॥ সেই দিন যদি তারা বুঝে খালি
হাতেও দাওয়া করতো ক্লাইব আর
তার সৈন্য বাহিনী কৃষকের পায়ের তলায়
পিসে মরতো॥ আর ইতিহাসের মোড়
ঘোরতো অন্য ভাবে॥ ক্লাইব বাংলার
কৃষকদের উপর সীমাহীন অত্যাচারের
ফলে সে নিজেই একসময় আত্মহত্যা
করে॥ কৃষকরা সেদিন বুঝতে না পারলেও
১৮৫৭ সালে কৃষকের সন্তানরা বুঝতে
পেরে ছিলো ॥ কিন্তু এর জন্যে একশত
বছর অপেক্ষা করতে হয়েছিলো ॥
গোলামীর একশত বছর পর শুরু হওয়া
মুক্তির সংগ্রাম চলে আরও ৯০ বছর॥
জন্ম হয় তিতুমীর শরিয়াতুল্লাহ মতো
মহান মহান মুক্তি সেনানীদের॥
এখন সিদ্ধান্ত আপনার ?? আল মাহমুদের
কবিতা মতো বুকের উপর ছুরি রেখে
খুলে দে হারামজাদি চুপ ???!!!
আমরাতো চুপ করেই আছি কিন্তু আর
কতকাল॥ নাকি সেটা দুশত বছরের
নতুন করে গোলামীর পর???!!!
ঐতিহাসিক তিতাসের ওপর দিয়ে মাটির
বাঁধ তৈরী করে ভারতীয় অস্ত্র গোলা বারুদের
লরি যায় ত্রিপুরা॥ আমরা চুপ!!! একদিন
হইতো তিতাস নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া
যাবেনা ॥ পার্বত্য চট্টগ্রামে উপজাতিরা
অস্ত্র গোলা বারুদের বিশাল মজুত গড়ে
তুলছে আমরা চুপ॥ সাগর দিয়ে দিলাম
আমরা চুপ ট্রনজিট দিয়ে দিলাম আমরা
চুপ তেল গ্যাস দিলাম আমরা চুপ
সিনেমা স্যটেলাইট দিলাম আমরা চুপ॥
আমরা কি ঐ পলাশীর কৃষকদের মতো
চুপ করে থেকে দুশত বছরের গোলামীর
জন্যে অপেক্ষা করছি॥???!!!
আমরা কি ঐ কৃষকদের থেকেও বেশি
বাকরুদ্ধ অপদার্থ ॥ আলীগের দুঃশাসনের
বিরুদ্ধে এখনই আমাদের কে লড়াই
শুরু করতে হবে॥ তা না হলে শুধু দৌড়ে
হাঁপাতে হাঁপাতে গিয়ে বলতে হবে
শুয়োরের বাচ্চার লীগ ॥ ক্লাইবের মতো
রাক্ষুসী হাসিনা কিন্তু আমাকে আপনাকে
ছেড়ে দিবে না॥ বাঁচাতে চাইলে এখনই
লড়াই শুরু কর ॥
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ
Monday, 1 June 2015
পলাশীর অম্রকাননের কৃষকদের চেয়ে কি বর্তমান বাংলাদেশের জনগণ বেশি অপদার্থ ???
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment