Thursday 25 June 2015

BEKAS মুভি জাতিকে মুক্ত করার সংগ্রামের প্রতিচ্ছবি

গতকাল রাত্রে BEKAS  মুভিটা দেখলাম ॥ কুর্দি ভাষায় এই মুভিটা অসাধারণ সুন্দর ॥ আপনার হ্নদয়ে নাড়া দিবে  ॥ বাবা মাসহ পরিবারের সব সদস্যদের হারিয়ে এতিম দুই ভাইয়ের সেকি চেষ্টা প্রচেষ্টা জাতিকে রক্ষা করার ॥ সেটা আবার তৎকালীন প্রভাবশালী শাসক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ??!! ॥ এই দুই ভাইয়ের �চেষ্টার ১% ও যদি আমরা করতাম বা করি তবে হাসিনা এতদিন অ�বৈধ ভাবে ক্ষমতায় থাকতে পারেনা ॥ মুভিটির পটভূমি ১৯৯০ সালের ইরাকের কুর্দিস্থানের একটি গ্রামের দুই এতিম ভাইকে কেন্দ্র করে ॥ মুভিতে ভাইয়ের প্রতি ভাইয়ের যে ভালোবাসা মমতা ফোটে উঠেছে তা দেখে আপনার চোখে নিজের অজান্তেই জল এসে পড়বে॥ মুভিটির লেখক ও পরিচালক Karzan Kader॥ তিনি একজন সুইডিশ নাগরিক ॥ আসলে এটা পরিচালকেরই জীবন কাহিনী ॥ পড়ে এক সময়ে মুভির রিভিউ বিস্তারিত লিখবো ॥

No comments:

Post a Comment