পৃথিবীতে সব সময় মীর জাফরদেরই জয় হয়॥
তা না হলে কিভাবে মীর জাফরের বংশধর পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি হয়??? আজও ইতিহাসের সেই মুর্শিদাবাদের সব মীর জাফররা ঢাকায় চলে এসেছে ॥ এখনও চলছে সমান তালে সেই ষড়যন্ত্র ॥ আজ দেশের সামরিক আধা সামরিক বাহিনীর কর্তারা , সাংবাদিক ব্যবসায়ী আমলা রাজনৈতিক সবাই আজ মীর জাফরের ভূমিকায়॥ দেশ আজ সেই পলাশীর খপ্পরে পড়েছে ॥
এবার বলি মীর জাফরের কথা,
ইস্কান্দার আলি মির্জা
(১৩ নভেম্বর ১৮৯৯ – ১৩ নভেম্বর ১৯৬৯) ছিলেন পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি। মেজর জেনারেল সাহেবজাদা সৈয়দ ইস্কান্দার আলি মির্জা পিতার দিক থেকে হলেন মীর জাফর আলির বংশধর। তিনি মীর জাফরের নাতি ছিলেন ॥ তিনি মুর্শিদাবাদের লোক। তিনি ১৯৫৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত এই পদে দায়িত্বপালন করেন। এর পূর্বে ১৯৫৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের শেষ গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৫৮ সালে তিনি সংবিধান স্থগিত করে সামরিক আইন জারি করেন। সেনাপ্রধানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত করা হয়। রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব তার সময়ে শুরু হয়। সামরিক আইন জারির বিশ দিন পর প্রধান সামরিক আইন প্রশাসক আইয়ুব খান তাকে ক্ষমতা থেকে অপসারণ করেন। ইস্কান্দার মির্জা লন্ডনেনির্বাসিত হন।
Tuesday 23 June 2015
মীর জাফরদের সব সময় জয় হয় ??!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment