Monday, 1 June 2015

আ আ ম স আরেফিন সিদ্দীকি স্যার কে বলছি

আ আ ম স আরেফিন সিদ্দীকি স্যার
কে বলছি
আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
আরেফিন সিদ্দীকি স্যারকে বলছি ॥
আপনি হয়তো ভুলে যাননি স্যার
আপনার প্রিয় বন্ধু ক্লাসমেইড
কামারুজ্জামানকে??? দুজনে একসঙ্গে
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টারস
পাস করেন॥ কামারুজ্জামান সাংবাদিকতা বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম আর আপনি
�প্রথম শ্রেণীতে পাস করেন ॥ কামারুজ্জামান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে
যোগদান না করাই আপনার জন্যে সে
দিন সুযোগটা উন্মুক্ত হয়েছিলো ॥
সারা জীবন আপনি আপনার বন্ধু
কামারুজ্জামানের সাথে যোগাযোগ আর
সুসম্পর্ক বজায় রেখেছেন॥
আপনার অনুরোধে দীর্ঘদিন চাকরিহীন
আপনার স্ত্রীকে মানারাত বিশ্ববিদ্যালয়ে
চাকরির ব্যবস্থা করে দেয় ,আপনার বন্ধু
আজকে মিথ্যা অভিযোগে ফাঁসির
দন্ডে দন্ডিত কামারুজ্জামান॥
এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের
নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে
ভোট দেওয়া জন্যে বার বার ফোন
করে বলতে বন্ধু তুমি একটু বলে দাও
সাদা দলের জামায়াত পন্হী শিক্ষকদের
কে আমার পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার
জন্যে !!!॥
এসব কোনো বানানো ঘটনা নয়॥ আরও
সত্য আছে যা শুনলে মানুষকে অবাক
হতে হবে॥ স্যার আপনাকে অনুরোধ
করে বলছি আপনি হাসিনার আস্হাশীল
ব্যক্তি সাহস করে একবার বলেন ,
কামারুজ্জামান আমার বন্ধু ॥ সে অনেক
সত্ মেধাবী সাংবাদিক এবং সে
যুদ্ধাপরাধী নয় তার মতো মেধাবী
রাজনৈতিক নেতা এদেশের জন্যে
বড়ই প্রয়োজন ॥ আরও বলেন সে
ভিন্ন মতের রাজনীতি করার কারণে
প্রতিহিংসার শিকার ॥ আরও বলেন
আমি ও সে একসাথে স্বাধীনতা অনেক
পরে 76 সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
সাংবাদিকতা বিভাগ থেকে এম এ পাস
করি॥ সে যদি যুদ্ধাপরাধী হতো তাহলে
সবার আগে আমিই জানতাম ॥ আর
সে তো তখন অনেক ছোটো আর কি
করে সে চিহ্নিত যুদ্ধাপরাধী হয়ে
স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সলিমুল্লাহ হলের
ছাত্র হয়ে পড়াশুনা করে ???!!!
স্যার সাহস করে বলেন তার বিরুদ্ধে
আনা সব অভিযোগ মিথ্যা ও সে
রাজনৈতিক প্রতিহিংসার শিকার ॥
আজ যদি আপনি সত্য না বলেন
শেষ বিচারের দিন সব ষড়যন্ত্রকারীদের
সাথে আপনিও অপরাধী হবেন ॥
আর সারা জীবনের জন্যে নিজের
বিবেকের কাছে আপনি অপরাধী
হয়ে থাকবেন॥ দয়া করে রাজনৈতিক
ভিন্ন মত ভুলে গিয়ে আপনার
বন্ধুকে ফাঁসি থেকে বাঁচানো
চেষ্টা করেন স্যার ॥
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ

No comments:

Post a Comment