Tuesday 9 June 2015

ত্যবাণী প্রবন্ধ অংশ

সত্যবাণী ইসলাম! জাগো! মুসলিম জাগো! আল্লাহ তোমার একমাত্র উপাস্য, কোরআন তোমার সেই ধর্মের, সেই উপাসনার মহাবাণী, সত্য তোমার ভূষণ, সাম্য মৈত্রী স্বাধীনতা তোমার লক্ষ- তুমি জাগো! মুক্ত বিশ্বের বন্য শিশু তুমি, তোমায় পোষ মানায় কে? দুরন্ত চঞ্চলতা, দুর্দমনীয় বেগ, ছায়ানটের নৃত্য-রাগ তোমার রক্তে,, তোমাকে থামায় কে? উষ্ণ তোমার খুন, মস্ত তোমার জিগর, দারাজ তোমার দিল, তোমায় রুখে কে? পাষাণ কবাট তোমার বক্ষ, লৌহ তোমার পঞ্জর, অজেয় তোমার বাহু,, তোমায় মারে কে? জন্ম তোমার আরবের মহামরুতে,প্রাণ প্রতিষ্ঠা তোমার পর্বত গুহায়,উদাত্ত তোমার বিপুল বাণীর প্রথম উদ্বোধন কোহ-ই-তুরের নাঙগা শিখরে, -তুমি অমর,, তুমি চির জাগ্রত, তুমি অজেয়। বীর তুমি, তোমার চিরন্তন মুক্তি, শাশ্বত বন্ধনহীনতা, আজাদীর কথা ভুলায় কে? তোমার অদম্য শক্তি, দুর্দমনীয় সাহস, তোমার বুকে খঞ্জর চালায় কে? ইসলাম ঘুমাইবার ধর্ম নয়, মুসলিম শির নত করিবার জাতি নয়য়, তোমার আদিম জন্মদিন হইতে তুমি বুক ফুলাইয়া,শির উচ্চ করিয়া দুর্লঙ্ঘ, মহা পর্বতের মত দাঁড়াইয়া আছ। .....মেঘমুক্ত প্রাবৃট--মধ্যাহ্নের রক্ত ভাস্কর হইয়া তোমার বিপুল ললাটের ভাস্বর রাজটিকা হউক। তুমি অমর হও। তুমি স্বাধীন হও। তোমার জয় হউক। -কাজী নজরুল ইসলাম

No comments:

Post a Comment