Monday, 1 June 2015

কিশোর কর্মীর কাটা হাত নিয়ে ছাত্রলীগের উল্লাস!!?? সংবাদটি মর্মান্তিক ছাত্রলীগ যাদের তুলনা শুধু হিংস্র জানোয়ারের সাথে চলে॥

কিশোর কর্মীর কাটা হাত নিয়ে ছাত্রলীগের উল্লাস!!??
সংবাদটি মর্মান্তিক
ছাত্রলীগ যাদের তুলনা শুধু হিংস্র জানোয়ারের সাথে চলে॥

সূফি বরষণ
মানুষ যখন অমানুষ বা নরপশু  হয়ে যায় তখন তার সাথে শুধু  হিংস্র জানোয়ারেরই তুলনা করা চলে॥ সেই হিসেবে ছাত্রলীগ আর হিংস্র জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই॥ সেটা একবার দেখতে  পেয়েছিল দেশবাসী বিশ্বজিৎ কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মাধ্যমে ॥ আজ আবার নতুন করে আর একবার জানিয়ে দিলো ছাত্রলীগ  যে আমারা হিংস্র জানোয়ার ॥ নিজের দলের লোকজন থেকে শুরু করে কাউকেই আমরা ছেড়ে দেয় না এরই নাম ছাত্রলীগ ॥ টুনটুনির পরিবারে স্বজনদের আহাজারি॥ কিশোরের স্বপ্ন ভবিষ্যত্ সমূলে নির্মূল করে দিলো ছাত্রলীগ নামক হায়েনারা ॥ এদের বর্বরতা আর হিংস্রতা পাক হানাদারকেও হারিয়ে দিয়েছে ॥
ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদীতে নিজ দলের কিশোর কর্মীর বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে সেই কাটা হাতটি নিয়ে মোটরসাইকেলে মহড়া ও উল্লাস শেষে রাস্তার মোড়ে ফেলে গেছে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা।
সোমবার বিকালে ঈশ্বরদীর পাকশী রূপপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হাত কাটা হয়েছে পাকশী পেপার মিলস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সৌরভ হোসেন টুনটুনির (১৭)। সে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের তুহিনের ছেলে। আশঙ্কাজনক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গত কয়েক দিন ধরে ছাত্রলীগের পাকশী ইউনিয়ন শাখার সভাপতি সদরুল হক পিন্টু ও সাধারণ সম্পাদক মিরাজ হাসান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আহত টুনটুনি মিরাজ হাসান গ্রুপের কর্মী। রবিবার রূপপুর মোড়ে সভাপতি গ্রুপের মিজান নামের এক কর্মীকে মারধর করে টুনটুনি। তারই জের ধরে এই ঘটনা ঘটেছে।
 প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ঘটনার জের ধরে সোমবার টুনটুনিকে বাড়ি থেকে ডেকে পাকশী পেপার মিলের সামনে নিয়ে যায় সভাপতি গ্রুপের কর্মীরা। এরপর রাস্তার ফেলে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার কাঁধের নিচ থেকে বাম হাত কেটে আলাদা করে ফেলে।
পরে এই খণ্ডিত হাতটি নিয়ে তারা কয়েকটি মোটরসাইকেলে এলাকায় মহড়া ও উল্লাস শেষে রূপপুর মোড়ে সেটি ফেলে যায়। এরপর স্থানীয়রা টুনটুনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে, টুনটুনি ছাত্রলীগের কেউ নয় দাবি করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পিন্টু বলেন, ‘এটা ছাত্রলীগের কোনো বিষয় নয়, টুনটুনি একজন উচ্ছৃঙ্খল যুবক। সে ছাত্রলীগের কেউ নয়। ঘটনাটি সিএনজি পাম্পের যাত্রী ওঠানো-নামানোর আধিপত্য নিয়ে ঘটেছে।’
 তবে সভাপতির এ বক্তব্য অস্বীকার করে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ হাসান বলেন, ‘আহত টুনটুনি ছাত্রলীগের নিয়মিত কর্মী। সভাপতি গ্রুপের উচ্ছৃঙ্খল কর্মীরা তার হাত কেটে নিয়েছে।’
 ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলেন, ‘ছাত্রলীগের পাকশী ইউনয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
দেশের মানুষকে বলছি আপনার কি আপনাদের সন্তানকে ছাত্রলীগ করতে দিতেন??॥ সিদ্ধান্ত আপনার ॥ আপনি কি চাইবেন কিশোর টুনটুনির কাঁটা হাত নিয়ে যেভাবে ছাত্রলীগ উল্লাস করে করে শহর ঘুরেছে ঠিক একই ভাবে আপনার সন্তানের কাঁটা হাত নিয়ে উল্লাস করতে?????॥
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ

No comments:

Post a Comment