Thursday, 13 August 2015

আজ ১৪ আগস্ট পাকিস্তান দিবস যে দিবসের জন্ম না হলে বাংলাদেশ রাষ্টের জন্ম হতো না ॥

আজ ১৪ আগস্ট পাকিস্তান দিবস যে দিবসের জন্ম না হলে বাংলাদেশ রাষ্টের জন্ম হতো না ॥

সূফি বরষণ
আজ ইতিহাসের ঘটনাবহুল ১৯৪৭ সালের ১৪ আগস্ট, ঐতিহাসিক  পাকিস্তান দিবস ॥ একটি কথা পরিষ্কার ভাবে জানা দরকার সেই দিন ১৪ আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম না হলে আজকের স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না॥ আর সেটা সম্ভব হয়েছিল জিন্নাহ কৌশল করে পূর্ব বাংলার মুসলমানদের  কে পাকিস্তানের সাথে রাখার ফলে ॥ যারা দুই বাংলা বা যুক্ত বাংলার কথা বলে তারা অজ্ঞ জ্ঞান পাপী ॥ কারণ সেই দিন বাংলাদেশ পাকিস্তানের সাথে না গেলে আজকে বাংলাদেশের অবস্থা হায়দ্রাবাদ সিকিম কাশ্মির আসাম আর পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা থেকে বেশি ভালো হতো না ॥ কেন হতো না তার জন্য দুটি উদাহরণ দিচ্ছি, এক.  ১৯৪৭ থেকে ২০১৫ পর্যন্ত দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরায় এই রাজ্যে লাখ লাখ বাংলা ভাষী মুসলমান আছে আপনি কি কোনো বিখ্যাত দুইজন কবি সাহিত্যিকের নাম বলতে পারবেন?? না পারবেন না,  কারণ হিসেবে আপনি কি বলবেন যে সেখানে  মুসলমানদের মধ্যে কোনো মেধাবী প্রতিভা ধরের জন্ম হয়নি !!!??? দীর্ঘ ৬৮ বছরে ভারতে দুইজন মোটামুটি পরিচয় সম্পন্ন লেখকের জন্ম হয়েছে একজন কাজী সিরাজ অপরজন আবুল বাসার ????!!! আর কেন হয়নি আপনার মনে প্রশ্ন জাগে না ??? বাংলাদেশের মুসলমানদের অবস্থাও তাই হতো যদি যুক্ত বাংলা বা দুই বাংলা এক থাকতো॥ পাকিস্তানের সাথে না গেলে আজকে বাংলাদেশ নামক রাষ্টের কোনো অস্তিত্ব বিশ্বে থাকতো না ॥ দুই. একজন ভারতীয় বাঙালী মুসলিম বিখ্যাত  সাংবাদিকের নাম কি কেউ বলতে পারেন আশা করি পারবেন ?!!! ৬৮ বছরে মাত্র একজন ভালো মুসলিম সাংবাদিকের জন্ম হয়েছে তিনি আহমেদ হাসান ইমরান ॥ মানে কি আর কোনো যোগ্যতা সম্পন্ন ভারতীয় বাঙালী মুসলিম নাই যে সাংবাদিক হতে পারে ??? আছে কিন্তু হতে দেয়া হয়নি?॥ যেমনটা হতে দেয়া হয়নি ৪৭ এর আগে বাংলার মুসলমানদের কে ,শুধুমাত্র এই দুই পেশায় নয় ডাক্তার প্রকৌশলী সেনা পুলিশ অধ্যাপক কোনো পেশায় মুসলমানদের সুযোগ দেখা হয়নি গত ৬৮ বছরে ভারতে ॥ এটাই সত্য আপনি মানেন আর না মানেন॥ তাইলে মানে কি দাঁড়ালো বাংলাদেশের মুসলিমরা সবদিক দিয়ে যোগ্য আর ভারতীয় বাংলা ভাষী মুসলিমরা যোগ্য নয় এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে???!!! না এটা বিশ্বাস যোগ্য নয় কারণ যোগ্য মুসলিম আছে তাদেরকে সুযোগ দেয়া হয়নি বা হতে দেয়া হয়নি ॥
আজকের ভারতীয় বাঙালী মুসলমানদের যে অবস্থা ঠিক একই অবস্থা হতো বাংলাদেশের মুসলমানদের, যদি ৪৭ এ ১৪ আগস্ট পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামক রাষ্টের জন্ম না হতো  ॥ আর স্বাধীনতা ৭১ বা ৫২ এসব তো পরের বিষয় ছিল ॥  ভুলে �যেতেন হায়দ্রাবাদের মুসলমানদের মতো চির দিনের জন্য স্বাধীনতা কথা ॥ ৪৭ এর পর  ভারতের ভিতরে হায়দ্রাবাদও একটি স্বাধীন রাষ্ট্র ছিল হিন্দুদের আগ্রাসনে সেই রাষ্ট্র ছয় মাসও টিকতে পারেনি ভারত জবরদখল করে নেয়॥ আর ঐ সময় মুসলমানদের উপরে হিন্দুরা চালায় নিরব গুপ্ত হত্যা ॥ সেই ইতিহাসও বিস্তারিত লিখবো যদি আল্লাহ সাহায্য করে॥  যত দ্রুত আমরা ৪৭ কিংবা ভারতের মুসলমানদের প্রকৃত সঠিক ইতিহাস জানতে পারবো তো বেশি আমাদের জন্য মঙ্গলকর হবে এবং আমরা ততো বেশি দেশ প্রেমিক হয়ে ভারতীয় আগ্রাসন থেকে আমাদের প্রিয় জন্ম ভূমি বাংলাদেশ কে রক্ষা করতে পারবো॥
কি ছিলো সেই ভারত ভাগের প্রকৃত ঘটনা ॥ কেন বেঙ্গল প্যাক্টকে বিলুপ্ত করা হলো ॥ কেনই বা অখন্ড ভারত রক্ষার লক্ষে মুসলিম লীগের (জিন্নাহ  ) কেবিনেট মিশন প্ল্যান (মুসলমানদের স্বার্থ রক্ষার ) প্রস্তাব কংগ্রেসের নেতা প্রপ্রত্যাখ্যান করে ॥  এসব বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আগামীতে  ফিরে দেখা ইতিহাস ভারত কেন ভাগ হলো॥ সত্য ঘটনা জানতে চোখ রাখুন সূফি বরষণের ফেবুর পাতা ॥
বিশেষ দ্রষ্টব্য: ১৯৪৭ সালের ১৪ আগস্ট মুসলমানদের বিজয়কে কলঙ্কিত করতে এবং আমাদের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতেই ভারত বাংলাদেশে ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ড ঘটায়॥ এবং ভারত সব সময় অপ প্রচার করে মুসলমানরা ভারত ভাগ করে আর এটা বলার বড় কারণ দুশত বছরের মুসলমানদের উপরে নির্যাতন অত্যাচার আর জুলুমের ঘটনা আড়াল করতে ॥ এবং ৪৭ এ ৫ মিলিয়ন মানুষ হত্যার নির্মম ইতিহাস চাপা দিতে॥

মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ

No comments:

Post a Comment