Sunday 1 October 2017

চোর জাফর ইকবাল নামা

images (1)
চোর জাফর ইকবাল নামা
জাফর ইকবালের সব চেয়ে বড় পরিচয় তিনি একজন সফল চোর সাহিত্যিক । বাংলা সাহিত্য তার আজগুবি চুরির লেখার কাছে অনেক ঋণী। বিশেষ করে সাইন্স ফিকশান গুলো সারা বিশ্বে এত জনপ্রিয়তা পেয়েছে যে???!!! বিভিন্ন দেশের নামি দামী লেখক্গণের লেখা চুরি করে নিজের নামে অনুবাদ করে চালিয়ে দিয়েছেন । নিচে কিছু তার উদাহরণ দিচ্ছি।
চোর জাফর " অবনীল " নামক একটি বই প্রকাশ করেন ২০০৪ সালে। আর বইটি হুবহু নকল
করা হয় ২০০০ সালে জিম হুইট আর কেন হুইট নামে দুই ভাই মিলে " পিচ ব্লাক " নামে বানানো একটি হলিউডের সিনেমা থেকে, ১৯৯৯ সালে আরেকটি বই লেখেন চোর জাফর " নিতু তার বন্ধুরা " স্যার এই বইটা নকল করেন দানি দেভিতো নামে এক ভদ্র লোকের " ম্যাটিল্ডা নামে ১৯৯৪ সালে বানানো এক হলিউডের সিনেমা থেকে, ছবিটি বাজেটের চেয়ে ৬৫ কোটি ডলার বেশি নিজের পকেটে ঢুকিয়েছেন অথচ স্যারকে একটি টাকাও দিলেন না॥???!!!!!।
ঠিক তেমনি চোর স্যারের ২০০৫ সালে বের হওয়া " আমি তপু " ১০ বছর আগে লেখা ১৯৯৫ সালে প্রকাশিত ডেবিড পেলজার নামে আমিরিকান এক সাহিত্যকের নকল করা " আ চাইল্ড কল্ড ইট বই থেকে ॥ " চোর স্যারের ২০০০ সালে বের হওয়া " মেকু কাহিনী " বইটি নকল করেন ১৯৯৪ সালে প্যাট্রিক রিড জনসন নামে এক হলিউডের পরিচালকের বানানো বিশ্ব বিখ্যাত শিশুতোষ ছবি " বেবিজ ডে আউট " থেকে॥ একই ভাবে চোর স্যারের ১৯৮৮ সালে ট্রাইটন একটি গ্রহের নাম বইটি নকল করে ১৯৭৯ সালে বের করা হয় " এলিয়ন " নামক বিখ্যাত বই থেকে ॥
সারা বিশ্বই চোর স্যারের বই নকল করে প্রকাশ করে!!!??? ॥ এ জন্য স্যার তিন তিন বার সাহিত্যে নোবেল পেলেও তিনি তা প্রত্যাখান করে। ২০১৫ সাল একটি মাইলফলক হয়ে থাকবে বাংলাদেশের জন্য ॥ জয়তু চোর লেখক জয়তু চোর জাফর???!!! ॥॥॥

No comments:

Post a Comment