Wednesday, 25 October 2017

আযানের পূর্ণ অর্থ

FB_IMG_1502477883614
আযানের পূর্ণ অর্থ
ইসলাম ডেস্ক: মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই আযানের পূর্ণ অর্থ জেনে রাখা উচিত হলেও অনেকেই তা জানেন না। তাই পবিত্র আযানের অর্থ না জানা সেই সকল মুসলমান ভাই ও বোনদের জন্য নিচে আযানের পূর্ণ অর্থ বর্ণনা করা হলো-
الله أكبر، الله أكبر،
الله أكبر، الله أكبر،
আল্লাহু আক্বার, আল্লাহু আক্বার
আল্লাহু আক্বার, আল্লাহু আক্বার
অর্থ : আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।
আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।
أشهد أن لاإله إلاالله، أشهد أن لاإله إلاالله،
أشهد أن لاإله إلاالله، أشهد أن لاإله إلاالله،
আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লাহ্, আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লাহ্,
আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লাহ্, আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লাহ্,
অর্থ
আমি স্বাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
আমি স্বাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
আমি স্বাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
আমি স্বাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
أشهد أنَّ محمدًا رَسُوْلُ اللهِ،
أشْهَدُ أنَّ محمداً رسول الله،
আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ্, আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ্,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ্, আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ্,
অর্থ
আমি স্বাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সা. আল্লাহর রাসুল।
আমি স্বাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সা. আল্লাহর রাসুল।
আমি স্বাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সা. আল্লাহর রাসুল।
আমি স্বাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সা. আল্লাহর রাসুল।
حيَّ عَلىَ الصَّلاَةِ،
حي على الصلاة،
হাইয়্যা আলাস্সালাহ্, হাইয়্যা আলাস্সালাহ,
অর্থ : এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে।
حي على الفَلاَحِ،
حي على الفلاح
হাইয়্যা আলাল্ ফালাহ, হাইয়্যা আলাল্ ফালাহ,
অর্থ : এসো কল্যাণের পথে, এসো কল্যাণের পথে।
الله أكبر، الله أكبر،
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
অর্থ : আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।
لاإله إلا الله
লা-ইলা-হা ইল্লাল্লা-হ্।
অর্থ : আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
ফজরের আজানে অতিরিক্ত বলা হয়‘আস সলাতু খাইরুম মিনান নাউম, আস সলাতু খাইরুম মিনান নাউম। অর্থ : ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম।

No comments:

Post a Comment