আজাইরা মারামারি এবং বুদ্ধিহীন রসিকতার জন্য সালমান খানের মুভির জুড়ি নেই॥ ভেবেছিলাম “বজরঙ্গী ভাইজান” তার থেকে আলাদা কিছুই হবে না। কিন্তু মুভি দেইখা পুরাই টাশকি। ছবির শেষ দৃশ্য দেখে আমার চোখেও পানি এসে পড়েছিল??! Harshaali Malhotra as Shahida/Munni অনেক সুন্দর অভিনয় করেছে ॥ কত সুন্দর মিষ্টি একটা মেয়ে ॥
মুভি শেষে দর্শকের মুখে হাসি এবং চোখে পানি দুটোই একসাথে যদি থাকে তাহলে মানতেই হবে দারুন একটা মুভি। মুভিটি দেখে পুনরায় সৎ এবং সুন্দরভাবে চলতে ইচ্ছা হয়। ধর্ম-বর্ণ সবকিছুর ঊর্দ্ধে শুধুমাত্র মানুষকে ভালোবাসাটাই হয়তো জীবনের স্বার্থকতা। মানুষ ভজলে তুই সোনার মানুষ হবি॥ গালাগালি কে গলাগলিতে পরিণত করার মধ্যেই জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া যায় ॥ মানবতা বোধ মানবিক মূল্যবোধ জাগ্রত মানুষই মানুষ কে ভালোবাসতে পারে, এরজন্য জীবন বাজি রাখতে পারে , সেখানেই মনের সুখ খুঁজে পাওয়া যায় চিত্তের প্রশান্তি
মিলে ॥
মানুষের এই ভালোবাসাকে ভাষা বর্ণ ধর্ম সীমান্তের কাঁটাতার দিয়ে বন্দী করা যায় না বা করা ঠিক নয়॥ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ॥ মানুষের সেবা ভালোবাসাই পৃথিবীর সেবা ধর্ম ॥
এই ধর্মের জয় অতীতে হয়েছে ভবিষ্যতেও হবে ॥ যারা মানুষে মানুষে ভাষা বর্ণ ধর্মের আর সীমান্তের কাঁটাতার দিয়ে বন্দী করে বিভাজন সৃষ্টি করে চাই , সাম্প্রদায়িকতা বিষ ছড়িয়ে দাঙ্গা লাগাতে চাই এরা মানুষ নামের জানোয়ার কীট॥
এক কথায় দুর্দান্ত একটি মুভি। নিঃসন্দেহে এ বছরের সেরা মুভি।
Sunday 19 July 2015
বজরঙ্গী ভাইজান মুভিতে মানুষের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে ॥
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment