Thursday 16 July 2015

গোলাপী এখন ট্রেনে মুভি ১৯৭৮ দেখতেছি॥ সেই মুভির শিশু শিল্পী আলাপী তারানা হালিম এখন মন্ত্রী !!!

গোলাপী এখন ট্রেনে মুভি ১৯৭৮ দেখতেছি॥
সেই মুভির শিশু শিল্পী আলাপী  তারানা হালিম এখন মন্ত্রী !!!

সূফি বরষণ
অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী হয়েছে অয়োময় নাটকের মদিনা ও গোলাপী এখন ট্রেনে  চলচ্চিত্রের শিশু শিল্পী  আলাপী তারানা হালিম ॥ 
বেসরকারি টেলিকম অপারেটরসহ যে কারও অবৈধ কাজের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দরজা বন্ধ থাকবে বলে জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রী তারানা হালিম॥ প্রথম দিনই নিয়ম লঙ্ঘন করে পূর্ণাঙ্গ মন্ত্রীর রুমে বসে অফিস করেছেন ??!! নিয়ম লঙ্ঘন দিয়ে তার যাত্রা শুরু ॥

নিজেই অবৈধ তার উপর বলে অবৈধদের প্রবেশ নিষিদ্ধ ??!!! আমি দেশে থাকতে তারানার যত গুলি প্রোগ্রামের নিউজ কাভার করার জন্য গেছি কোনো দিন মুখ থেকে ভালো কথা শুনিনি ॥ ইসলাম ও আলেম ওলামাদের বিরুদ্ধে চরম উগ্র বক্তব্য দিয়েছে সব সময় তারানা ॥
ব্যবহার বলতে যা বুঝায় তার মুখে সেটা কোনো সময় ফুটে উঠেনি॥॥বিষ কথা দিয়ে বিদ্বেষ ছড়াতেই দেখেছি॥ তার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই যা স্বচক্ষু দেখেছি তাই বললাম ॥
আলাপী রঙ্গিন  দুনিয়ার মানুষতো সে জন্য সব সহজ মনে হইতেছে। মুভি আর বাস্তবতা যে  এক না কিছুদিন পরে টের পাবে।এদেশে ওনার উপরে,গম বাবা,তথ্য বাবা,
র বাবা, জয় বাবা, জঙ্গী বাবা, শামীম বাবা, শেখ বাবা, মুদি দাদারা আছেন।
অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী হিসাবে কি করে সেটাই এখন দেখার পালা॥
আমজাদ হোসেনের স্বরচিত উপন্যাস 'দ্রোপদী এখন ট্রেনে'র চলচ্চিত্ররূপ গোলাপী এখন ট্রেনে সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করে। এই ছবিতে আমজাদ হোসেন আমাদের সমাজের বাস্তব রূপকে নগ্নভাবে তুলে ধরেছেন। গোলাপী এখন ট্রেনে মুক্তি পায় ১৯৭৮ সালে। গল্প ও নির্দেশনায: আমজাদ হোসেন।
প্রযোজনা: এফ. ডি. সি. ও। চিত্র গ্রহণ: রফিকুল বারী চৌধুরী। অভিনয়ে: ববিতা, ফারুক, রোজী সামাদ, আনোয়ার হোসেন, আনোয়ারা, এ. টি. এম. শামসুজ্জামান, রওশন জামিল, টেলি সামাদ, তারানা হালিম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সংগীত: আলাউদ্দিন আলী গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার, রফিকুজ্জামান।  সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন কণ্ঠ দেন বিখ্যাত সব গানে। হায়রে কপাল মন্ধ চোখ থাকিতে অন্ধ, আছেন আমার মোক্তার... গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। গোলাপী এখন ট্রেনে ১৯৭৮ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়।
শিল্প নির্দেশনা: বিজয় সরকার। টাইটেল ডিজাইন: সৈয়দ লুতফুল হক। তারানা হালিম বিদ্যালয়ে অধ্যয়নকালে, পাঁচ বছর বয়সে ঘুঘু ও শিকারী শিরোনামের একটি নাটকে "পিঁপড়া" চরিত্রে কাজ করার মধ্য দিয়ে অভিনয়ে তারানা হাতেখড়ি ঘটে। পরবর্তীতে কলেজে অধ্যয়নের শুরুতে অভিনয় করেন ঢাকায় থাকি টেলিভিশন নাটকে। চলচ্চিত্র অভিনেতা ফারুকের সঙ্গে তার ছোট বোনের চরিত্রে ‘'সাহেব’' শিরোনামের বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পর অলোচনায় আসেন তিনি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে অয়োময় টেলিভিশন নাটকের  "মদিনা" চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের আকর্ষণ  করেন তিনি। তিনি আমজাদ হোসেন পরিচালিতা গোলাপী এখন ট্রেনে (১৯৭৮) চলচ্চিত্রেও  গোলাপীর ছোট বোন আলাপীর চরিত্রে অভিনয় করে ছিল ।
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র
সূফি বরষণ

No comments:

Post a Comment