Saturday 25 July 2015

এই না হলে ছাত্রলীগ সিগারেটের দাম আছে তাদের কাছে কিন্তু মানুষের প্রাণের দাম নাই!!!......

এই না হলে ছাত্রলীগ সিগারেটের দাম আছে তাদের কাছে  কিন্তু মানুষের প্রাণের দাম নাই!!!.......

সূফি বরষণ
দিন দিন ছাত্রলীগে দূর্বৃত্ত্ব পরায়ণতা সীমা ছাড়িয়ে যাচ্ছে ॥
যাকে শুধু একটি সন্ত্রাসী জঙ্গী সংগঠনের সাথে তুলনা করা চলে॥ মানুষ এতো হিংস্র জন্তু জানোয়ার হতে পারে সেটা ছাত্রলীগকে না দেখলে বুঝার উপায় ছিল না॥ ছাত্রলীগ একটি ভয়ংকর হিংস্র নরপশুদের দল সেটা বলতে কোনো দ্বিধা নেই ॥
সাম্প্রতিক দপ্তরবিহীন
ঐ যে, সৈয়দ আশরাফ সাহেব  বলেছে (যদিও নেশার ঘোরে) ছাত্রলীগের মত সংগঠন দুনিয়াতে আর নেই................ তার প্রমাণ দিতে হবে না ? আজই  তার হাতেনাতে প্রমাণ দিল??!!! এই সোনার ছেলেদের নিয়ে স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর ॥ আর এরাই নাকি স্বপ্নের সোনার বাংলা গড়বে !!?? আর এই তার নমুনা ॥
ঘটনার শুরু লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি বাজারে॥
বাকিতে সিগারেট না পেয়ে তাজুল হোসেন (২২) নামে মুদি দোকানিকে খুন করেছেন এক ছাত্রলীগ নেতা। এ ঘটনায় নাজমুল হাসান লিমন নামে ওই ছাত্রলীগ নেতা ও তার ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি বাজারে এ ঘটনা ঘটে। নিহত মুদি দোকানি তাজুল একই ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়ার আবদুস সামাদ মণ্ডলের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে বাকিতে সিগারেট না পেয়ে দোকানি তাজুলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান লিমন। একপর্যায়ে লিমন ও তার ভাই লিটনসহ কয়েকজন তাজুলের দোকানে হামলা চালায়। তাজুলকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার ভাইয়েরা। এ সময় তাজুল এবং তার অপর চার ভাই আতাউর (৩৪), রেজাউল (২৮), ফারুক (২৬) ও আরিফুল (২৪) আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাজুল মারা যান॥ এই দেশে এই সমাজে বিশ্বজিৎ তাজুলদের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই॥??!! ॥
আর কতদিন এইভাবে নির্দোষ তাজুলদের প্রাণ যাবে????
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ

No comments:

Post a Comment