Friday 10 July 2015

আওয়ামীরা দেশে শ্রেণি বৈষম্য সৃষ্টি করেছে॥ যাকাত ট্র্যাজেডি তার উৎকৃষ্ট উদাহরণ ॥

আওয়ামীরা দেশে শ্রেণি বৈষম্য সৃষ্টি করেছে॥ যাকাত ট্র্যাজেডি
তার উৎকৃষ্ট উদাহরণ ॥

সূফি বরষণ
আওয়ামী লীগ দেশে শ্রেণী বৈষম্য সৃষ্টি করেছে ॥ এই শ্রেণি শত্রু হতমের নামে দেশে এক সময় ধনী আর গরীবের মধ্যে গৃহ যুদ্ধ হওয়ার ভবিষ্যতের ইঙ্গিত দেখা যাচ্ছে ॥ আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাটের মাধ্যমে ধনীকে আরও ধনী আর গরীবকে আরও গরীব বানাচ্ছে ॥ দেশে এখন ব্যাপকহারে সামাজিক বিভাজন তৈরী হয়েছে ॥ আওয়ামী মদত পুষ্ট ধনীরা লুটপাটের মাধ্যমে সম্পদ কুক্ষিগত করার ফলে গরীব দিন দিন আরও গরীব
হচ্ছে ॥
দেশে গরীবের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় যাকাতের কাপড় সংগ্রহের ঘটনায় ২৭ জন নিহত হওয়া সহ কয়েক শত মানুষ আহত হয় ॥
দেশের দারিদ্রতা কমে আমরা নাকি মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। তাহলে যাকাতের জন্য এই বছর এতো মানুষ ভিড় করলো কেনো? বলি হায় পাগলের পলাপ॥
সরকার ভুল তথ্য দিয়ে সাধারণ জনগনের সাথে প্রতিদিন পতারণা করে যাচ্ছে ॥
যে দেশের রাজধানীর অর্ধেক নাগরিক বস্তিতে বসবাস করে সে দেশ কি করে মধ্যম আয়ের দেশ হয়??!!!  ডিক্টেটর হাসিনার  কুশাসনের কুফল দেশের মানুষ ইতিমধ্যে ভোগ করা শুরু করেছে ॥ যদি বাঁচতে চাও আওয়ামী শ্রেণি শত্রু এখনই হতম করতে হবে ॥ বাংলার মানুষ আর নয় অনেক হয়েছে এবার প্রতিবাদের লাঙল কাস্তে হাতুরি লাঠি হাতে তুলে নাও ॥
তা না হলে এক সময় আওয়ামী শ্রেণি শত্রুরা তোমাদের বুকে খন্জর বসিয়ে তোমাদেরই লুট করা  সম্পদ নিয়ে পালাবে॥
॥॥নিচে একটি বাস্তব চিত্র মধ্যম আয়ের সবাই মিলে দেখুন ॥
দেশে তৃণমূল পর্যায়ে দারিদ্রতা বাড়ার একটি স্পষ্ট ইঙ্গিত হচ্ছে এই ট্র্যাজেডি।
সম্পদ কেন্দ্রীভূত হয়েছে। এক শ্রেণীর মানুষ রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছে। একজন মানুষের ১০ কোটি টাকার সম্পদ হয়েছে, আর ৪ জন আগের থেকে আরও গরিব হয়েছেন। এই পাঁচজনের গড় সম্পদের পরিমাণ জনপ্রতি ২ কোটি টাকা, যদি ১০০ জনের মধ্যে গড় করা হয় তাহলেও জনপ্রতি সম্পদের পরিমাণ ১০ লাখ টাকা। এটা কাগজের হিসাব।
এই কাগজের হিসাবে আমরা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়েছি।
আওয়ামী বাকশালীরা সর্ব দিক থেকে আমাদের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিচ্ছে ॥ এখন সিপিডির দালালরা কোথায় যারা বিএনপি জামায়াত জোট সরকারের সময় অর্থনীতির নতুন নতুন ভুল তথ্য ফেরী করে বেড়াতো??? দেশের গরীব মানুষের এই হয়েছে কৃষক শ্রমিকের এই হবে বলে মিথ্যা প্রচারণা চালাতো॥
এখন এই সিপিডির দালালরা চুপ কেন ???দেশে কি এখন অর্থনৈতিক সমস্যা নাই!!!! না থাকলে গরীব মানুষ দুশত টাকার যাকাতের কাপড়ের জন্য জীবন দিতে যাই কেন ??
এই প্রশ্ন আজ দেশের চিন্তাশীল মানুষের কাছে ???
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ

No comments:

Post a Comment