Sunday, 4 October 2015

বিদেশী বিনিয়োগ কমেছে অনেক আগেই এখন ক্রেতারাও বাংলাদেশে আসা বন্ধ করে দিয়েছে ??? আওয়ামীরা দেশকে পঙ্গু করেই বিদায় হবে॥

বিদেশী বিনিয়োগ কমেছে অনেক আগেই এখন ক্রেতারাও বাংলাদেশে আসা বন্ধ করে দিয়েছে ??? আওয়ামীরা দেশকে পঙ্গু করেই বিদায় হবে॥

সূফি বরষণ
এই সালা আওয়ামী  কুত্তার বাচ্চারা দেশটারে অচল করে দিতেছে॥ এরাই আসল দেশদ্রোহি রাজাকার॥ আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য বিদেশীদের হত্যা করে জঙ্গী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত ॥ আর এখন বিদেশী ক্রেতারা বিনিয়োগের পাশাপাশি  বাংলাদেশে আসা বন্ধ করে
দিচ্ছে ॥ বাংলাদেশ এখন পঙ্গু হওয়ার পথে॥ আওয়ামী লীগ দেশে দুর্ভিক্ষ ও গৃহযুদ্ধ লাগিয়ে অবৈধ ক্ষমতা থেকে বিদায় হবে॥
২০১৪-১৫  অর্থ বছরে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে বিদেশী বিনিয়োগ এসেছে ৮১০ কোটি ডলার ॥ আর চলিত অর্থ বছরে বাংলাদেশে বিনিয়োগ এসেছে মাত্র ৩২ কোটি ডলার !!??? এই একটি পরিসংখ্যান বলে দেয় বাংলাদেশের অবস্থা আজ কোথায় ॥ গণতন্ত্রহীন মিয়ানমারের চেয়ে গণতন্ত্রহীন বাংলাদেশের অবস্থা আরও বেশি খারাপ ॥ এখন বেশি বিদেশী বিনিয়োগ পাচ্ছে ভিয়েতনাম কম্বোডিয়ার মতো আরও অনেক দেশ॥
গত সপ্তাহে রাজধানী ঢাকায় ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে হত্যার পর নিরাপত্তার কারণ দেখিয়ে তৈরি পোশাকের কিছু ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধি বাংলাদেশ সফর বাতিল করেছেন। এমনকি আগামী দু-এক সপ্তাহ পরে আসার কথা, এমন অনেক ক্রেতাও আসবেন না বলে জানিয়ে দিচ্ছেন দেশের ব্যবসায়ীদের। এমন এক অবস্থার মধ্যেই গতকাল  শনিবার আবারও  রংপুরে জাপানের নাগরিক হোসি কোনিও হত্যাকাণ্ডের শিকার হলেন। ইতালীয় একজন নাগরিক হত্যার ঘটনার পর সেটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হয়েছিল। তবে শনিবারের ঘটনায় নতুন করে জটিলতা সৃষ্টি হবে। এতে বিদেশিদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়বে। শিগগিরই ঘটনা দুটির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় না আনা হলে দেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে। একই সঙ্গে বিদেশিদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় সরকারকে কঠিন ভাষায় সতর্ক করেছেন রাষ্ট্রদূতরা। তবে গতকালের ঘটনায় নতুন করে জটিলতা সৃষ্টি হবে ক্ল্যাসিক গ্র“পে ক্রয়াদেশ দেওয়ার বিষয় নিয়ে কথা বলতে ১২ অক্টোবর আমেরিকার এক ক্রেতার বাংলাদেশে আসার কথা ছিল। সফরটি স্থগিত করেছেন ওই ক্রেতা। এমন তথ্য দিয়ে গ্র“পটির ব্যবস্থাপনা পরিচালক শহিদউল্লাহ আজিম বলেন, ‘দুই বিদেশি হত্যার  ঘটনায় ক্রেতা ও ব্র্যান্ডদের কাছে ভালো বার্তা যাচ্ছে না। এটা আমাদের জন্য খারাপ।’ অন্যদিকে অবন্তি কালার টেক্সের ব্যবস্থাপনা পরিচালক এবং নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি বলেন, ‘আমার কারখানায় ফ্রান্সের এক ক্রেতা আসার কথা থাকলেও সেটি স্থগিত হয়েছে।’ তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান একই ধরনের তথ্য দিয়ে বলেন, গত সপ্তাহে একটি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে ব্রিটিশ এক ক্রেতার আসার কথা ছিল। ইতালীয় নাগরিক হত্যার পর ওই ক্রেতা আর আসেননি। চলতি সপ্তাহেই আরেকটি কারখানায় ডেনমার্কের একটি ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের আসার কথা ছিল। তাঁরাও আসবেন না। । তবে শনিবারের ঘটনার পর তাঁরা কী প্রতিক্রিয়া দেখাবেন সেটি এখনই বলা যাচ্ছে না। কারণ জাপানিজরা এসব বিষয়ে খুবই সংবেদনশীল।’ কয়েকটি দেশ রেড অ্যালার্ট জারি করায় মূলত এখানে সমস্যা হয়েছে। এতে কিছু লোক হয়তো আসবেন না, এদিকে ক্রেতাদের বাংলাদেশ সফর বাতিল করাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেন, ‘দুই বিদেশি হত্যাকাণ্ডের প্রভাব ছোট হবে না। এ ধরনের ঘটনায় মনস্তাত্ত্বিক প্রভাবটা অনেক বেশি পড়ে। তাই বিদেশি ক্রেতারা যদি ভ্রমণ বাতিল করেন, তাহলে সেটি অস্বাভাবিক না।
দেশ বাসী এখনও সময় আছে বাংলাদেশকে আওয়ামী চাক্রান্তের কবল থেকে বাঁচানো ॥ দেশ বাঁচাও আওয়ামীদের হটাও॥
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে

সূফি বরষণ

No comments:

Post a Comment