Tuesday, 8 September 2015

সাংবাদিক পীর হাবিবুর রহমানের আওয়ামী দালালী মূলক কলাম !??

সাংবাদিক পীর হাবিবুর রহমানের আওয়ামী দালালী মূলক
কলাম !??

সূফি বরষণ
রক্তে মাংসে চিন্তা চেতনায় একজন আওয়ামী সাংবাদিক পীর হাবিবুর রহমান ॥ তিনি তাঁর লেখার মাধ্যমে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন ॥ আর সারা বাংলাদেশের মানুষ ও ২০ দলীয় জোটের নেতা কর্মীদের বিভ্রান্ত  করার চেষ্টা করেছেন ॥
বস্তুত তিনি অবৈধ সরকারের এজেন্ডাই বাস্তবায়নে সহায়তা করছেন ॥ কারণ দেশে যত আওয়ামী সমর্থক নেতা কর্মী লেখক সাংবাদিক বুদ্ধিজীবি আছে তাঁরা কেউ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী নয় , এরা নিজেদের আহার গোচানোর জন্য উগ্র অগণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী, যে কোনো প্রকারেই হোক  বিরোধী রাজনৈতিক দল নির্মূল করতে বদ্ধপরিকর॥
আসলে তিনি যে মধ্যবর্তী র্নির্বাচন নিয়ে  বিশাল কলাম লিখেছেন তা সত্যকে আড়াল করার চেষ্টা করেছেন ॥
আসল এবং সাধারণ সত্য হলো, বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার যতদিন সম্ভব ক্ষমতা ধরে রাখার  ততোদিন নির্বাচন দিবে না॥ এবং এই অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য যা যা করার করার দরকার খুনী স্বৈরাচার হাসিনা তা ই করবে॥ কারণ ষড়যন্ত্রের রাজনীতিতে আওয়ামী লীগ পাকা খিলারী॥ হাসিনার ক্ষমতা চাই যেকোনো মূল্যের বিনিময়ে ॥ সেটা রক্তের ব্যাণা ভাসিয়ে হোক, জঙ্গী সৃষ্টি করে হোক , বোমা ফাটিয়ে হোক, সার্বভৌমত্ত বিলিয়ে দিয়ে হোক, সমকামীতা প্রকাশ্যে চালু করে হোক, ইসলামের বিরোধী নিয়ম নীতি বা আইন চালু করে হোক হাসিনার ক্ষমতা চাই॥ কারণ ভালো করেই জানে এবার ক্ষমতা থেকে বিতাড়িত হলে আবার রাষ্ট্র ক্ষমতার মুখ দেখতে অনেক যুগ অপেক্ষা করতে হবে॥
অতএব দেশে কোনো নির্বাচন হচ্ছে না ১৯ সালের আগে আর ১৯ সালে হলেও ৫ জানুয়ারির মতো আরেকটা সাজানো নির্বাচন হবে॥ তখনও এখনের মতো দেশের জনগণ আর বিশ্বের মোড়লরা চুপ করে থাকবে ॥ কারণ এরা গণতন্ত্র চাই না? চাই আওয়ামী লীগের মতো ইসলাম বিরোধী দল নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্যে ॥
পীর সাহেব বলার চেষ্টা করেছেন ,এ ক্ষেত্রে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে তিনি (খালেদা জিয়া) সরে আসতে পারেন। এমন কি তাঁর  দল ক্ষমতায় এলে পুত্র তারেক রহমান দেশে ফিরবেন না এবং রাজনীতিতে প্রভাব রাখবেন না এমন একটি শর্তেও রাজি হয়ে যেতে পারেন এমন কথাও শোনা যাচ্ছে?!। পীর সাহেবের আগাম নির্বাচনের ইঙ্গিতে যে শর্তের পুর্বাভাস দিলেন তা শুধু অর্বাচিন বালকের ভাবনা থেকেই আসতে পারে, জ্ঞ্যানগর্ব বা বুদ্ধিদীপ্ত আলোচনায় আসতে পারে না। সুস্থ হওয়ার জন্য শরিরের কোন অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলা যায় হয়তো, তবে মাথা নয়। তারেকের দেশে না ফেরার শর্তে বিএনপি নির্বাচন করবে এই চিন্তা কোন আধ্যাত্মিকতা থেকে করেছেন পীর সাহেব জানিনা।
এটা একটা নির্ভেজাল দালালি!
এমন যতই দালালি আর ষড়যন্ত্র করা হোক না কেন একদিন বাংলার মানুষের জয় হবে দেশে গণতন্ত্র ফিরে আসবে এই আশা সবার ॥নিচে পীর ভাইয়ের লেখা কলামটির লিংক http://www.m.mzamin.com/details.php?mzamin=91512

মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ

No comments:

Post a Comment