আজ বিশ্ব জলাতঙ্ক দিবস ও হাসিনার জন্মদিন নিয়ে সরল সমীকরণ
সূফি বরষণ
আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘সকলে মিলে জলাতঙ্ক প্রতিরোধ করি’। তেমনি দেশের জনগণের একটিই স্লোগান এখন, সকলে মিলে জলাতঙ্ক রোগী আওয়ামী কুকুরদের প্রতিরোধ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ॥ তা না হলে কিভাবে মিলিয়ে যায় বিশ্ব জলাতঙ্ক দিবস ও হাসিনার জন্মদিন একই দিনে ॥ হাসিনা জলাতঙ্ক রোগী এবং জলাতঙ্ক রোগের জীবানু বহনকারী কুকুরের চেয়ে কয়েক গুণ বেশি ভয়ংকর ॥ সেটা মনে হয় দেশবাশীকে আর প্রমাণ দিয়ে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নাই॥
আজ হাসিনার জলাতঙ্ক জীবানুর কামড়ের আতঙ্কে জনগণ আতংকিত॥
শেখ হাসিনার ৬৯তম জন্মদিন আজ সোমবার ২৮ সেপ্টেম্বর । ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম।
জলাতঙ্কের প্রধান বাহক হচ্ছে কুকুর। কুকুরের কামড়ের ফলে এই রোগ হয়॥ আর আওয়ামীদের কে দেশের সবাই কুকুর বা কুত্তা বলে থাকে ॥ এশিয়া ও আফ্রিকায় জলাতঙ্কে আক্রান্ত ৯৯ শতাংশ মানুষ কুকুরের কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়। আওয়ামী কুকুরের কামড়ে গত সাত বছরে প্রায় ৫০ হাজার মানুষ নিহত এবং কয়েক লাখ পঙ্গু হয়েছে ॥ বাংলাদেশে বছরে জলাতঙ্কে মারা যায় ২ হাজারেরও বেশি মানুষ। আওয়ামী কুকুরদের যৌন নির্যাতনের শিকার হয়ে বছরে ক হাজার নারী আত্মাহত্যা করে॥
জলাতঙ্ক জীবাণু সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতেই সারাবিশ্বে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়।
এখন দেশের মানুষকেও আওয়ামী জলাতঙ্ক কুকুরদের সম্পর্কে সতর্ক করে টিকাদান কর্মসূচী বা নিধন কর্মসূচী হাতে নিতে হবে॥
শত বছর ধরেও কুকুর মেরে জলাতঙ্ক প্রতিরোধ করা সম্ভব হয়নি। এজন্য বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কয়েক বছর আগে থেকে কুকুরকে টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কুকুরকে টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্য অধিদপতরের সঙ্গে যৌথভাবে কাজ করছে আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব অ্যানিমেলস (ডব্লিউএসপিএ)। ডব্লিউএসপিএ জানায়, জলাতঙ্ক নিয়ন্ত্রণে কুকুর নিধন অকার্যকর পদক্ষেপ হিসেবে প্রমাণিত হয়েছে। জলাতঙ্ক নিয়ন্ত্রণের জন্য সারাবিশ্বে প্রতিবছর প্রায় ২ কোটি কুকুরকে হত্যা করা হয়। কিন্তু তার পরও প্রতিবছর প্রায় ৫৫ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়। পক্ষান্তরে কুকুরকে টিকাদান পদ্ধতি বৈজ্ঞানিক ও কার্যকর উপায়। সেই �লক্ষ্যের আওয়ামী জলাতাঙ্ক
কুকুরের হাত থেকে বাঁচতে হলে এখন দিবসটি উপলক্ষে ওয়ান হেলথ উইং ভয়েস বাংলাদেশ মাসব্যাপী জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতনতা, কুকুরের জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচারণা, শোভাযাত্রা ও স্কুল পর্যায় সচেতনতা সৃষ্টি করছে।
বিশেষদ্রষ্টব্য :আজ বাংলাদেশের জলাতঙ্ক কুকুর আর আওয়ামী জলাতঙ্ক কুকুরদের মধ্যে কোনো পার্থক্য নাই॥ আর হাসিনা হলো এই জীবানু ছড়িয়ে দেয়ার প্রধান আক্রান্ত গ্রস্থ কুত্তা ॥
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ
No comments:
Post a Comment