Monday 21 September 2015

দেশ থেকে ইসলাম নির্মূলের তিন পরাশক্তির সহায়ক শক্তি হিসেবে কাজ করছে অবৈধ সরকার॥ যেকারণে অবৈধ হাসিনা ক্ষমতায়॥

দেশ থেকে  ইসলাম নির্মূলের তিন পরাশক্তির সহায়ক শক্তি হিসেবে কাজ করছে অবৈধ সরকার॥
যেকারণে অবৈধ হাসিনা ক্ষমতায়॥

সূফি বরষণ
বিশ্বের তিন প্রধান সামরিক শক্তিশালী দেশ অবৈধ হাসিনার সরকারকে অনৈতিক ভাবে সমর্থন করে??!! নেপথ্যে কাজ করছে বাংলাদেশের বিশাল মুসলিম জনগোষ্ঠীর ইসলামী সংস্কৃতি রীতি নীতি ধ্বংস করে দিয়ে আমাদেরকে ইসলাম বিমুখ করার ষড়যন্ত্র ॥ কারণ আওয়ামী ক্ষমতা চাই তাদের ইসলাম বা দেশ চাই না॥ আর এই তিন প্রধান পরাশক্তি চাই দুনিয়া থেকে ইসলামকে নির্মূল করতে ॥ তাই এরা এদের সহায়ক শক্তি হিসেবে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে॥ কারণ এরা ভালো করেই জানে একমাত্র আওয়ামী লীগ দ্বারাই এ দেশ থেকে ইসলাম নির্মূল করা সম্ভব ॥ পরাশক্তির কাছে বড় আতঙ্কের বিষয় বাংলাদেশের বিশাল মুসলিম জনগোষ্ঠী ॥ বাংলাদেশে ইসলাম থেকে মুসলমানদের দূরে সরানো এবং বিভ্রান্ত বা ঐক্য বিনষ্ট করার কাজ চলছে ॥ আপনারা একটু চোখ খোলে দেখুন সব পরিষ্কার বুঝতে পারবেন ॥
আমাদের আগে বিশ্বে আরও 52 টি সামরিক শক্তিশালী দেশ আছে, তাই আমরা আজ নিরাপদ নয়॥ এইজন্য আমাদের গণতন্ত্র শক্তিশালী হচ্ছে না ॥ বিশ্বের তিনটি  সামরিক  শক্তিশালী দেশের  খবরদারীর কারণে আজ আমাদের দেশে অগণতান্ত্রিক অবৈধ সরকার ক্ষমতায়॥
বিশ্বের প্রধান সামরিক শক্তিশালী দেশ আমেরিকা দ্বিতীয় রাশিয়া এবং চতুর্থ শক্তিশালী দেশ ভারত অবৈধ হাসিনার সরকারকে অনৈতিক ভাবে সমর্থন করছে ॥
পরাশক্তির দেশ গুলো বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা চাই না তারা চাই ইসলাম ও মুসলমানদেরকে দুনিয়া থেকে �নির্মূল করতে॥
পরমাণু অস্ত্র বাদে অন্যান্য সামরিক দিক বিবেচনায় বিশ্বের ১২৬ টি সামরিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩ তম। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ৩৩ টি রাষ্ট্রের মধ্যে ১৮ নম্বরে রয়েছে বাংলাদেশ।

সামরিক শক্তির ভিত্তিতে ‘গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)’ নামের একটি ওয়েবসাইট মার্কিন গোয়েন্দা দফতর সিআইএ’র প্রতিবেদনের ভিত্তিতে এই ১২৬ টি দেশের তালিকা প্রকাশ করেছে।

জিএফপি তালিকার এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় চীন। বাংলাদেশের প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ। তবে বৈশ্বিক তালিকার শীর্ষ দশে নেই পাকিস্তান। তালিকায় ১৭ নম্বরে রয়েছে দেশটি।

মিয়ানমারের অবস্থান বিশ্ব তালিকার ৪৪ নম্বরে এবং তালিকার এশিয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে ১৭ নম্বরে থাকা মিয়ানমারের পরেই বাংলাদেশের অবস্থান।

মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ

No comments:

Post a Comment