Monday 7 September 2015

এক..বিশ্বের শরণার্থীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে সিংহভাগই মুসলিম!!! কিন্তু কেন কৌশলে মুসলমানদের শরণার্থী বানাচ্ছে?? বিশ্বে প্রতি চার শরণার্থীর একজন সিরিয়ার মুসলিম!! বিশ্বব্যাপী মুসলমানরা মানবিক বিপর্যয়ের শিকার॥

পর্ব এক..
বিশ্বের শরণার্থীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে সিংহভাগই মুসলিম!!! কিন্তু কেন কৌশলে মুসলমানদের শরণার্থী বানাচ্ছে?? বিশ্বে প্রতি চার শরণার্থীর একজন সিরিয়ার মুসলিম!! বিশ্বব্যাপী মুসলমানরা মানবিক বিপর্যয়ের শিকার॥

সূফি বরষণ
বিশ্বের শরণার্থীর সংখ্যা ৫ কোটি ৯৫ লাখ  ছাড়িয়ে যার সিংহভাগই মুসলমান!!! কিন্তু কেন কোন কৌশলের  উদ্দেশ্যে হাসিলের লক্ষ্যে  মুসলমানদের শরণার্থী বানিয়ে দিচ্ছে পশ্চিমা বিশ্ব ?? আজ বিশ্বে প্রতি চার শরণার্থীর একজন সিরিয়ার মুসলিম!!  বিশ্বব্যাপী মুসলমানরা আজ মানবিক বিপর্যয়ের শিকার ॥ আমেরিকার কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে কোটি কোটি মুসলমানদের রিফিউজি বানানো হচ্ছে ॥ এই শরণার্থী বানানো নেপথ্যে  মুসলমানদের ঐক্য নষ্ট করে দেয়ার গভীর চক্রান্ত কাজ করছে ॥

মুসলমানদের বাস্ত্তুহারা করে দিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত করে  অপরের করুণার পাত্র বানানোই লক্ষ্য তাদের ॥ মুসলিম  নতুন প্রজন্মের শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশে বাঁধাগ্রস্থ করা॥
এইসব যুদ্ধ শিশুদের মধ্যে পড়াশুনা বাদ দিয়ে মাদক পতিতাবৃত্তি ছড়িয়ে দেয়াসহ নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটানোর চুড়ান্ত মিশনে নেমেছে  ॥॥  নতুন প্রজন্মের মধ্যে অজ্ঞাতা আর ইসলামের ভুল শিক্ষা ছড়িয়ে দিয়ে সন্ত্রাসী বানানোর জন্য কাজ করছে যৌথ ভাবে ইহুদি খৃষ্টানরা ॥এর একটি সামান্যতম উদাহরণ বার্মার মুসলমানরা , হিংস্র সন্ত্রাসী বৌদ্ধদের হাত থেকে বাঁচতে যখন সাগরে ভাসছে কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি ॥

কেউ কেউ দয়া দেখাতে বলেছে শরণার্থী হিসেবে গ্রহণ করবে বলে!!!??
কিন্তু কেউ বৌদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেনি ???কেউ তাদেরকে নিজ দেশে নিরাপত্তাসহ থাকার ব্যবস্থা বা নিশ্চয়তা দেয়নি ॥  আর দিবেও না কারণ এরা সবাই একই মুদ্রার এপিঠ ওপিঠ॥ এদের লক্ষ্য একটাই ইসলাম ও মুসলমানদের নির্মূল করা॥ আর মুসলমানদের দুর্দশাগ্রস্ত দেখে এরা আনন্দ পাই॥ আজ যদি এই কাজ মুসলমানরা করতো সারা দুনিয়ায় চিৎকার চেচামিচি শুরু করতো মুসলিমরা সন্ত্রাসী বলে?! অথচ বিশ্বব্যাপী মুসলমানরা যে সন্ত্রাসের শিকার এটা কেউ বলছে না॥
আজ সারা বিশ্বে প্রথমবারের মতো শরণার্থীদের সংখ্যা ৫ কোটি ৯৫ লাখ  অতিক্রম করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম আশ্রয়প্রার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের এ সংখ্যা পার হলো। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র এক প্রতিবেদনের বরাত দিয়ে গত ১৮ জুন এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  আর এই সংখ্যা প্রকৃত পরিসংখ্যান থেকে অনেক কম॥ প্রতিবেদনে জানানো হয়, আগের বছরের তুলনায় ২০১৪ সালে এ সংখ্যা বেড়েছে ৮৩ লাখ। সিরিয়া সংকট এ সংখ্যা বৃদ্ধিকে তরাণ্বিত করেছে। এক বছর আগের প্রতিবেদনে ৪ কোটি ৫২ লাখ শরণার্থীর ৭০ ভাগেরও বেশি ছিল মুসলিম। পরবর্তী এক বছরের নতুন করে যোগ হওয়া প্রায় ৬০ লাখ শরণার্থীর সবাই মুসলিম। সিরিয়ার গৃহযুদ্ধ, গাজায়, মায়ানমার ও মধ্য আফ্রিকার সাম্প্রদায়িক নিপীড়নের কারণে গত এক বছরের এই বিপুল সংখ্যক মুসলিম নিজ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে।

   ইউএনএইচসিআর-এর নিজস্ব নথিতে থাকা তথ্যে  দেখা যায়, ২০১৩ সালের শেষ নাগাদ ৫ কোটি ১২ লাখ ব্যক্তি জোড়পূর্বক বাস্তুচ্যুত হয়। যা ২০১২ সালের চেয়ে (৪ কোটি ৫২ লাখ) প্রায় ৬০ লাখ বেশি। ইউএনএইচসিআর বলছে, শরণার্থীদের এই ব্যাপক বৃদ্ধির কারণ যুদ্ধ দাঙ্গা সন্ত্রাস মুসলিম নিধন। এর ফলে শুধুমাত্র সিরীয়ায় ২৫ লাখ মানুষ শরণার্থী এবং আরো ৬৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে। এছাড়া আফ্রিকায়, বিশেষ করে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এবং ২০১৩-এর শেষে দক্ষিণ সুদানে নতুন করে উল্লেখযোগ্য আকারে বাস্তুচ্যুতি ঘটে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আনুমানিক ৩৫ লাখ শরণার্থীর সমাগম ঘটে গত বছরের শেষে। যা সর্বোচ্চ শরণার্থী হিসেবে পরিগণিত হয়েছে।

২৫ লাখের বেশি আফগান শরণার্থী নিয়ে শরণার্থী উৎসের শীর্ষে আছে আফগানিস্তান। এই তালিকায় শরণার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ইরাক ও জর্দানে সিরিয় শরণার্থী, সুদানে দারফুর শরণার্থী, কেনিয়ার দাদাব শরণার্থী, ফিলিপাইনে ভিয়েতনামী শরণার্থী, ভারতে শ্রীলঙ্কান তামিল শরণার্থী, ইরানে আফগান শরণার্থী, ইসরাইলে ফিলিস্তিনি শরণার্থীসহ অসংখ্য শরণার্থী বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে॥

ইএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী এ শরণার্থীর পরিসংখ্যানে সাহায্য প্রয়োজন এমন বিপুল সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করে। এর প্রভাব পড়বে দাতা দেশগুলোর ত্রাণ বাজেট এবং শরণার্থী সংকটের মুখোমুখি থাকা দেশগুলোর ধারণক্ষমতার ওপর। পৃথিবী ‘বিশৃঙ্খল’ জায়গায় পরিণত হয়েছে উল্লেখ করে ইউএনএইচসিআর’র প্রধান অ্যান্টনিও গুতেরেস বলেন, মূল নাটকটা হল, মানুষ ভাবে মানবতা এই বিশৃঙ্খলা দূর করতে পারবে। এটা আর সম্ভব নয়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার অ্যান্টনিয় গুটেরাস আরও বলেন, যুদ্ধের মীমাংসা না করার এবং সহিংসতা প্রতিরোধে ব্যর্থ হওয়ার অপরিমেয় ক্ষতি আমরা এখানে দেখতে পাচ্ছি। শান্তির অভাব বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, মানবিক কর্মীরা উপশমকারী হিসেবে তাদের সাহায্য করতে পারে, কিন্তু রাজনৈতিক সমাধান অত্যাবশ্যক। তা না হলে এই পরিসংখ্যানে যে সংখ্যক শরনার্থীর উল্লেখ আছে, তাতে করে সহিংসতা ও দুর্ভোগের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে।

মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ

No comments:

Post a Comment